জাপা এমপি জিন্নাহর সম্পদের হিসেব চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টি সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 02:56 PM
Updated : 16 Sept 2019, 02:56 PM

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিসে আগামী ২১ কার্যদিবসের মধ্যে বগুড়া-২ আসনের এই এমপিকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিস এই সংসদ সদস্যের বগুড়ার ঠিকানায় পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, শরিফুল ইসলাম জিন্নাহ জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।”

তাই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদ অর্জনের এই অভিযোগটি অনুসন্ধান করছেন।