নবজাতক হাসপাতালে ফেলে মা-বাবা লাপাত্তা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দিন থেকে প্রসূতি মা ও বাবা নিখোঁজ রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 06:22 AM
Updated : 15 Sept 2019, 06:22 AM

পুলিশ বলছে, শনিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে ঝগড়ার পর তারা নবজাতককে রেখে তারা চলে যান।

এবিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক নাছির উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাহার নামে ওই নারীর সিজারিয়ান ডেলিভারি হয়। মা ও সন্তান সুস্থ থাকার কারণে তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।

“সেখানে থাকা অবস্থায় তার মা-বাবা নিখোঁজ হয়ে যান। শিশুটি এখন হাসপাতালের হেফাজতে আছে।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “ওয়ার্ডের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্ধ্যায় নবজাতকটির মা-বাবার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তারা দুজনই নিখোঁজ।”

হাসপাতালের খাতায় নবজাতকটির বাবার নাম রাসেল ও ঠিকানা মিরপুর ১ নম্বর লেখা হয়েছে বলে জানান তিনি।