ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে নারীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 01:58 PM
Updated : 17 August 2019, 01:58 PM

শনিবার বেলা পৌনে ১১টার দিকে মনোয়ারা বেগম মারা যান

 বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ডটকমকে মনোয়ারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মনোয়ারা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে।

মনোয়ারা বেগমকে ১৩ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে এগারোটার দিকে মারা যান মনোয়ার বেগম।

মনোয়ারার স্বামী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বর হলে তার স্ত্রীকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

“সেইখানে ধরা পড়ছে ডেঙ্গু জ্বর। হেইহান থেইকা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নিয়া যাই। হিয়ানো চিকিৎসা কইরা পরের দিন ঢাকা মেডিকেলে নিয়া যাই গত মঙ্গলবারে। বুধবারে তারে আইসিইউতে ভর্তি করে। আইজকা সে মারা যায়।”