জয়নুল ও তৌফীককে দেখে এলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 02:05 PM
Updated : 11 August 2019, 02:05 PM

প্রধানমন্ত্রী রোববার দুপুরে সামরিক সচিবকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে যান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে তিনি ইউনাটেড হাসপাতালে দীপু মনির স্বামীকে দেখে আসেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন সামরিক সচিবের পাশে কিছু সময় অতিবাহিত করেন।

এসময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজকে দেখে আসেন। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন বলে জানান প্রেস সচিব।

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান জানান, গত মাসে ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ।

এর মধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় তৌফীককে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে।