উত্তরায় র‌্যাবের অভিযানে ‘কিশোর গ্যাং’র ১৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ১৪ কিশোর-তরুণকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে, এরা ফেইসবুকভিত্তিক গ্রুপে সংগঠিত হয়ে এলাকায় উৎপাত চালাত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 02:01 PM
Updated : 21 July 2019, 05:22 PM

বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর বিভিন্ন পাড়া-মহল্লায় উঠতি অপরাধীদের গ্রেপ্তারের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ার খবর গণমাধ্যমে এসেছিল।

তার মধ্যেই শনিবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব।

যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা ‘এফএইচবি  গ্যাংস্টার’ নামে একটি ক্লোজড গ্রুপের সদস্য বলে জানিয়েছেন র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

গ্রেপ্তার অভিযান চালানোর বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ‘কিশোর গ্যাং গ্রুপের তৎপরতার কারণে ছিনতাই, উত্ত্যক্ততাসহ নানা ধরনের কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল।

উত্তরার অভিযানে গ্রেপ্তারদের বিষয়ে র‌্যাব কর্মকর্তা সালাউদ্দিন বলেন, “এরা এলাকায় বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানো, স্কুল কলেজের সামনে আড্ডা দেওয়া এবং ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন এবং অধিপত্য নিয়ে প্রায়শই গণ্ডগোল করে থাকে। এসব তরুণদের বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহসও পান না।”

‘এফএইচবি গ্রুপ’র সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

ফেইসবুকে দেখা যায়, এই গ্রুপটির সদস্য সংখ্যা ৬ হাজারের বেশি।