রেলের ঈদটিকেট ২৯ জুলাই থেকে

কোরবানির ঈদ উপলক্ষে ২৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 01:41 PM
Updated : 23 July 2019, 06:39 AM

ঢাকায় এবারও কমলাপুরের পাশাপাশি ফুলবাড়িয়া, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে আগাম টিকেট বিক্রি হবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিহির কান্তি গুহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে।

১২ অগাস্ট ঈদ ধরে টিকেট বিক্রি করবে রেলওয়ে।

২৯ জুলাই বিক্রি করা হবে ৭ অগাস্টের অগ্রিম টিকেট, ৩০ জুলাই ৮ অগাস্টের, ৩১ জুলাই ৯ অগাস্টের টিকেট বিক্রি হবে। এছাড়া ১ অগাস্ট ১০ অগাস্টের এবং ২ অগাস্ট ১১ অগাস্ট ট্রেন যাত্রার টিকেট বিক্রি হবে।

ঈদের ফিরতি টিকেট ৫ অগাস্ট থেকে বিক্রি শুরু হবে বলে জানান মিহির কান্তি গুহ।

৫ অগাস্ট ১৪ অগাস্টের টিকেট বিক্রি হবে। একইভাবে ৬, ৭, ৮ ও ৯ অগাস্ট যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ অগাস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

কমলাপুর স্টেশন থেকে যমুনা সেতু হয়ে দিয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হবে। চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হবে বিমানবন্দর স্টেশন থেকে। তেজগাঁও স্টেশন থেকে বিক্রি হবে ময়মনসিংহ হয়ে জামালপুর, দেওয়ানগঞ্জ ও তারাকান্দিগামী ট্রেনের টিকেট। নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি হবে বনানী স্টেশন থেকে। আর কিশোরগঞ্জ ও সিলেটগামী আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যাবে ফুলবাড়িয়ায় পুরাতন রেলওয়ে স্টেশনে।

এবার অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বাকি ৫০ শতাংশ অনলাইন ও রেলওয়ের মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে।

রোজার ঈদের মতো এবারও ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে জানান তিনি।

মোবাইল এবং অনলাইনে ঠিকমতো টিকেট পাওয়ার অভিযোগ ছিল রোজার ঈদের সময়। এবারও এমন হবে কি না- প্রশ্ন করলে রেলপথমন্ত্রী সুজন আশ্বাস দিলেন, এবার এ ধরনের সমস্যা তেমন হবে না।

“সিএনএসবিডি আমাদের জানিয়েছে তাদের ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নত হয়েছে। এবার তেমন অসুবিধা হবে না।”