কক্সবাজার নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ

পর্যটন নগরী কক্সবাজারকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে একটি ‘মহাপরিকল্পনা’ তৈরির নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 01:23 PM
Updated : 16 July 2019, 01:24 PM

মঙ্গলবার একনেক সভায় কক্সবাজারের উন্নয়নে গৃহীত একটি প্রকল্প অনুমোদনকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারকে ‘বাঁচানোর জন্য’ একটি ‘মাস্টারপ্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

“প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ডিসিকেও বলেছি এমনভাবে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে যাতে যত্রতত্র কেউ অবকাঠামো তৈরি করতে না পারে।”

প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজারকে বাঁচাতে সমুদ্রকূলে ঝাউ গাছ লাগানোর নির্দেশও দেন।

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেরিন ড্রাইভ নামে সড়ক নির্মাণ প্রকল্প চলমান। তবে অনেক জায়গায় ওই সড়ক ভেঙে যাচ্ছে।

সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী দেশের কসাইখানাগুলোকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “মান সম্পন্ন চামড়া সংগ্রহের জন্য কসাইখানাগুলোকে আধুনিকায়ন করতে হবে।”