রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ‘খুনের আসামি’ নিহত

ঢাকার মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে থানায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2019, 03:46 AM
Updated : 20 June 2019, 03:46 AM

নিহত তানভীর আহমেদ অনিকের (২৬) গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি দল গড়ে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ আশিক বিল্লাহ বলছেন, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় ‘সন্ত্রাসীদের সঙ্গে’ র‌্যাবের গোলাগুলিতে অনিক নিহত হন। 

আশিক বলেন, “একদল সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে ভোরে বসিলা এলাকায় আসে। সেখানে র‌্যাবের একটি টহল দলের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামলে সেখানে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ ওই যুবককে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা আশিক।

তিনি বলেন, “নিহতের সঙ্গে থাকা একটি কাগজ থেকে আমরা তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।