র‌্যাবের পোশাকে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজের বাসা থেকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 07:53 PM
Updated : 15 June 2019, 07:53 PM

শনিবার রাতে রাজধানীর শান্তিনগর থেকে র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন।

মামুনের পরিবারের বরাত দিয়ে রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে র‌্যাবের পোশাকপরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে (মামুন) বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”

রিজভী অবিলম্বে মামুনকে নিঃশর্তে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

অভিযোগের জানতে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খানের মোবাইল ফোনে একাধিকবার কলা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি। তাকে গ্রেপ্তারের খবর তার কাছে নাই।