আগারগাঁওয়ে দগ্ধ স্বামীর পর স্ত্রীও মারা গেলেন

রাজধানীর শেরে বাংলানগরের পশ্চিম আগারগাঁওয়ের বাসায় আগুনে দগ্ধ স্বামী- স্ত্রীর কেউ আর বেঁচে রইল না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2019, 06:41 PM
Updated : 24 May 2019, 06:41 PM

শুক্রবার রাতে সালমা বেগম (৩০) মারা যান। তার আগে গত রোববার স্বামী মুক্তার হোসেনের (৩৫) মৃত্যু হয়।

গত ১৬ মে বিকালে পশ্চিম আগারগাঁওয়ে নিজেদের বাসায় বিস্ফোরণে দগ্ধ হন তারা। তাদের একমাত্র শিশু সন্তান সাফিন বাইরে কোচিংয়ে ছিল। স্বামী-স্ত্রী দুজনেরই শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে সালমার চিকিৎসা চলছিল। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

ঘটনার পর সালমা পুলিশকে বলেছিলেন, গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটেছিল।

তবে ফায়ার ব্রিগেড ঘটনাস্থল পরিদর্শন করে টেলিভিশন বিস্ফোরণে দুজনের দগ্ধ হওয়ার কথা জানান।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিস এখনও কোনো প্রতিবেদন দেয়নি। ফলে এখন পর্যন্ত বিস্ফোরণ নিয়ে দুই ধনের তথ্যই তাদের কাছে আছে।