ঢাকা মেডিকেলে দুই বন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 05:56 PM
Updated : 15 May 2019, 05:56 PM

এরা হলেন- বিডিআর বিদ্রোগের এক মামলায় দণ্ডিত হাবিবুর রহমান (৬৫) এবং নারায়ণগঞ্জের একটি মামলার আসামি জামাল (৬৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মারা যান।

আর গুরুতর অসুস্থ অবস্থায় জামালকে দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জামাল একটি মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে ইউরোলজির সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) এর অধীনে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার তাকে হাসপাতালে আনা হয়েছিল।

জামালের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার বাবার নাম আমিন উদ্দিন।

হাবিবুর রহমানের বাড়ি ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবনিয়া গ্রামে।

তার ছেলে হুমায়ন কবির জানান, তার বাবা বিডিআর-এর হাবিলদার ছিলেন। বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় আসামি করা হয়েছিল তাকে। এর মধ্যে একটি মামলায় সাত বছরের সাজা হয়।