বনানীর বিটিএ টাওয়ারে অগ্নিকাণ্ড

ঢাকার বনানীতে এফআর টাওয়ারের কাছে আরেকটি ভবনের অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 11:05 AM
Updated : 24 April 2019, 11:05 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, বুধবার বিকাল ৪টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৯ নম্বর হোল্ডিংয়ে বিটিএ টাওয়ারের তৃতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন ভবনের কর্মীরা।

বনানী থানার এসআই রাজীব তালুকদার বলেন, বহুতল ওই ভবনের তৃতীয় তলায় ভেতরের দিকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি সেখানে হয়নি।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। পরে জানা যায়, ১৮ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছিল এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না।