গানে নাটকে আপ্যায়নে বঙ্গভবনে বর্ষবরণ

বাঙালির বর্ষবরণ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে দেশবাসীর সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 06:31 PM
Updated : 16 April 2019, 06:31 PM

বঙ্গভবনের দরবার হলে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আগামী এক বছর সবার জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধিতে ভরে উঠুক। ভবিষ্যৎ সাফল্যময় হোক, এই কামনা করি।”

তার বক্তব্যের আগে শূন্যন রেপার্টরি থিয়েটারের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘লালজমিন’ মঞ্চস্থ হয়।

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হামিদ তার বক্তব্যে নাটকের সূত্র টেনে বলেন, “নাটকটি দেখে অনেক স্মৃতি ভিড় করেছে মনে। আর বক্তব্য দেওয়ার সময় নয়।”

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

এর আগে অনুষ্ঠানে গান গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল ও এসআই টুটুল।

অনুষ্ঠান শেষে আলু ভর্তা, সাদা ভাত, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, আইড় মাছের দোপেঁয়াজা, ভুনা গরুর মাংস ও ভুনা মুরগীর মাংসে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আরও ছিল কয়েক পদের পিঠা, শরবত, দই-মিষ্টি, দেশি ফল, খই, তিলের খাজাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন মিষ্টান্ন।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।