সাইবার দলের সভাপতি রিমান্ডে

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 03:46 PM
Updated : 26 March 2019, 03:46 PM

মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে গত রোববার ঢাকার তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে (৪০) আটক করে র‌্যাব-৩। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তেজগাঁও থানায় করা ওই মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেসে মহানগর হাকিম দিদার হোসেন তিন দিন পুলিশ হেফাজতের আদেশ দেন বলে ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া জানিয়েছেন।