ট্রাফিক সপ্তাহে মামলা ৪৮ হাজার, জরিমানা ২ কোটি ৪১ লাখ

ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের সাত দিনে ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্য করায় ৪৮ হাজার ৩০৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 11:52 AM
Updated : 24 March 2019, 11:52 AM

এরমধ্যে অনেক যানবাহন ও চালককে জরিমানা করা হয়েছে, সেই অঙ্ক দাঁড়িয়েছে দুই কোটি ৪১ লাখ কোটি টাকা।

ট্রাফিক সপ্তাহ শেষে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, সাত দিনের ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে ট্রাফিক আইন ভঙ্গের জন্য মোট ৪৮ হাজার ৩০৮টি প্রসিকিউশন করা হয়েছে।

এর মধ্যে বাসের বিরুদ্ধে ১১ হাজার ৮৬৪টি, ট্রাকের বিরুদ্ধে ২৯৯টি, কভার্ড ভ্যানের বিরুদ্ধে এক হাজার ১৭৪টি, পিকআপের বিরুদ্ধে এক হাজার ৯৯২টি, অটোরিকশার বিরুদ্ধে ৬ হাজার ৭১৭টি, মোটর সাইকেলের বিরুদ্ধে ১৯ হাজার ৬০৯টি, প্রাইভেট কারের বিরুদ্ধে ৪ হাজার ৯৫৯টি, মাইক্রোবাসের বিরুদ্ধে এক হাজার ১০৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ১৯৫টি এবং অন্যান্য যানবাহনের ৩৯৩টি মামলা দেওয়া হয়েছে।

মোট দুই কোটি ৪১ লাখ ৩ হাজার ১৪৫ টাকা জরিমানার মধ্যে এক কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ১৫ টাকা আদায় করা হয়েছে বলে মাসুদুর রহমান জানিয়েছেন। 

তিনি বলেন, এই অভিযানে ৩০১টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। আর রেকার বিল আদায় করা হয়েছে ৫ হাজার ৭২৫টি গাড়ির মালিকের কাছ থেকে।

ট্রাফিক বিভাগ জানায়, গাড়ির ফিটনেস না থাকা, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হুটার (সাইরেন) ও বিকনলাইট ব্যবহার  এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য এই সব মামলা করা হয়।

ঢাকা মহানগরে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ১৭ মার্চ রাজধানীর সোনারগাঁও মোড় থেকে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ কার্যক্রম শুরু করে ডিএমপির ট্রাফিক বিভাগ। ২৩ মার্চ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।