রোহিঙ্গা পাচার ঘটছে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাচারের ঘটনা ‘খুব একটা’ ঘটছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 12:39 PM
Updated : 12 Feb 2019, 12:39 PM

“পাচারের ব্যাপারে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছিল সেগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করেছি এবং এগুলো এখন খুব একটা ঘটছে না।”

মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের মহাসচিবের ‘সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট’ বিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন আনিসুল।

মিয়ানমারে রাখাইনে নিপীড়নের মুখে গত দেড় বছরে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তার আগে বাংলাদেশে রয়েছে চার লাখ রোহিঙ্গা।

দেড় বছর আগে রাখাইনে সেনা অভিযানে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে ধর্ষণ, হত্যা, বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনার শিকার হওয়ার কথা উঠে আসে।

জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধিকে আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিরাপদে আছে।

“রোহিঙ্গারা যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে ছিল, তখন সেখানে যথেষ্ট যৌন নির্যাতন হয়েছে, যা অনেকেই জানেন ও দেখেছেন। আমাদের এখানে কোনো সমস্যা নেই।”

রোহিঙ্গাদের আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ট্রমা কীভাবে কমানো যায়, তারা এখানে কীভাবে একটু স্বস্তিতে থাকতে পারে, সে ব্যবস্থা করতেও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।”