লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

বাংলাদেশ জুট করপোরেশনের জমি বেআইনিভাবে বিক্রির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতির মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 12:34 PM
Updated : 7 Feb 2019, 01:43 PM

বৃহস্পতিবার কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকমকে বলেন, শিগগিরই মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়া মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বেগম জাহানারা রশিদ।

২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। তিনি নিজেই মামলার তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জুট কর্পোরেশনের ‘সুরুজমল আগরওয়ালার’ নামে বগুড়ায় ২ দশমিক ৩৮ একর সরকারি সম্পত্তি স্থায়ীভাবে বরাদ্দ গ্রহণের জন্য ২০১০ সালের ১১ মে আব্দুল লতিফ সিদ্দিকীর পূর্ব পরিচিত জাহানারা রশিদ ওই মন্ত্রণালয়ে আবেদন করেন।

এ আবেদনের প্রেক্ষিতে সরকারি সম্পত্তি বিক্রির নীতিমালা ভঙ্গ করে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই মন্ত্রীর একক সিদ্ধান্তে ওই জমি বিক্রি করা হয় বলে প্রতিবেদনে বলা হয়।

মন্ত্রীর একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজা ৭৯৫ টাকা মূল্যের সরকারি সম্পত্তি জাহানারা রশিদের কাছে ২৩ লাখ  ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করা হয়। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

২০১০ সালের ১১ মে থেকে ২০১২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে এ ঘটনা ঘটে।