বিএনপির শহিদুল ইসলাম বাবুল কারাগারে

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 01:40 PM
Updated : 18 Dec 2018, 01:40 PM

সোমবার ঢাকার মহাখালী থেকে গোয়েন্দা পুলিশ বাবুলসহ দুজনকে গ্রেপ্তার করে। অন্যজন হলেন পরশ তালুকদার।

মঙ্গলবার তাদের ঢাকার আদালতে নিয়ে সাত দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন  করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম।

মহানগর হাকিম মোহাম্মদ ইলিয়াছ মিয়া ওই আবেদনের শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ঠিক করে বাবুল ও পরশকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলায় অভিযোগ করা হয় হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পল্টন মডেল থানাধীন বিজয়নগর পানির ট্যাংকির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপিকর্মীরা। পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং হাতবোমা ছোড়ে।