বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত কবি মুহম্মদ নূরুল হুদা

কবিতার জন্য বাংলা একাডেমির পুরস্কার পেলেন কবি মুহম্মদ নূরুল হুদা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 07:53 PM
Updated : 10 Dec 2018, 11:42 AM

বাংলা সাহিত্যের অগ্রগণ্য এই কবি এবার ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ এ ভূষিত হয়েছেন।

শনিবার বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় কবি নূরুল হুদার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এই পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা।

কবি নূরুল হুদার সঙ্গে এবার পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হায়াৎ মামুদ ও কবি আবিদ আজাদ (মরণোত্তর)।

‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক হায়াৎ মামুদ। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রয়াত কবি আবিদ আজাদ।

জাতিসত্ত্বার কবি হিসেবে পরিচিত নূরুল হুদা সত্তর দশক থেকে বাংলা ভাষার কাব্যসাহিত্যে সদর্পে বিচরণ করে আসছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক।

বহু পুরস্কারে ভূষিত নূরুল হুদা দীর্ঘদিন ধরে বাংলা একাডেমিতে কাজ করে আসছেন। বাংলা একাডেমির পরবর্তী মহাপরিচালক হিসেবে তার নাম বিবেচনায় রয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।