ডেসটিনি চেয়ারম্যানের তিন বছরের সাজা

সম্পদ বিবরণী দাখিল না করার দায়ে ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 12:50 PM
Updated : 14 Nov 2018, 01:19 PM

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব বুধবার এ রায় ঘোষণা করেন।

এ সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে।

তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ না দিলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

নিম্ন আদালতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় পাওয়ার পর দণ্ডিতকে স্বাভাবিক দেখা যায়। তার কোনো বিকার বা প্রতিক্রিয়া ছিল না।”

রায়ে বলা হয়, মোহাম্মদ হোসেনকে তার সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

তবে নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাহ উদ্দিন বাদী হয়ে রমনা থানায় এই মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পাঁচ জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর যুক্তি-তর্ক শেষে এই রায় দেন বিচারক।