চালু হল টাঙ্গাইল কমিউটার

রাজধানীর সঙ্গে টাঙ্গাইলবাসীর চলাচল সহজ করতে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালু হল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 02:31 PM
Updated : 8 Nov 2018, 02:31 PM

বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে এ ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলস্টেশনে চলাচল করবে এই ট্রেন।

বর্তমান সরকারের সময়ে রেলপথের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে মুজিবুল হক বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে রেল যোগাযোগে অনেক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”    

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টাঙ্গাইল কমিউটারে ১০টি কোচ থাকবে। প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনে পৌঁছাবে। আর সেখান থেকে ছেড়ে আসবে সকাল ৬টায়, ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, টাঙ্গাইল স্টেশনে থেমে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পর্যন্ত চলাচল করবে।