পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশের ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 02:00 PM
Updated : 22 Oct 2018, 02:00 PM

লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে সিলেকশন বোর্ড সাময়িকভাবে দুই হাজার জনকে নিয়োগের সুপারিশ করেছে বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর এক  বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হবে।

এক বছর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এই প্রার্থীরা শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে নিয়োগ পাবেন।

শিক্ষানবিশ এসআই হিসেবে যোগদানের তারিখ থেকে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর তাদের চাকরি স্থায়ী হবে।

বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পুরণের কার্যক্রম সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি-এর মাধ্যমে সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া রেঞ্জ ডিআইজি নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম গ্রহণের জন্য স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন।