এখন থেকে পাবলিক বাসেই চড়তে চান তারানা

প্রতিমন্ত্রী তারানা হালিম এখন থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে পাবলিক বাসে চেপে মন্ত্রণালয়ে যাওয়া-আসা করবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 12:11 PM
Updated : 12 Sept 2018, 12:27 PM

বুধবার তারানা সচিবালয় থেকে বেরিয়ে লোকাল বাসে করে গুলশানের বাসায় যাওয়ার পর তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন একথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে অফিস শেষে জিপিও মোড় থেকে ছয় নম্বর বাসে করে গুলশানের বাসভবনে যান প্রতিমন্ত্রী।”

সাড়ে ১২টায় রওনা দিয়ে ২টার দিকে প্রতিমন্ত্রী গুলশানের তার বাসায় পৌঁছান।

এনায়েত বলেন, “এখন থেকে তিনি (তারানা হালিম) নিয়মিত পাবলিক বাসে অফিসে আসা-যাওয়া করবেন।” 

এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তারানা সাংবাদিকদের বলেন, “চিন্তা করেছি পাবলিক বাসে চলাচল করব। পাঠাও-উবার নয়, সাধারণ বাসে অফিসে যাওয়া-আসা করব।”

এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা উঠাতে যদি তারা (বাসচালক) সচেতন হয়।”

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে আইন মানায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তবে সবাই সচেতন না হলে শৃঙ্খলা ফিরবে না বলে সব তরফ থেকেই বলা হচ্ছে।

তারানার দুই বছর আগে টিকেট কেটে লাইনে দাঁড়িয়ে বিআরসিটির একটি বাসে চড়ে সচিবালয়ে অফিস করার অভিজ্ঞতা নিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।