সংসদের ২২তম অধিবেশন বসছে ৯ সেপ্টেম্বর

জাতীয় সংসদের ২২তম অধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর। ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 12:02 PM
Updated : 19 August 2018, 12:02 PM

রোববার সংসদে সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটি বৈঠক করে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে।

বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।

সে হিসেবে জরুরি কোনো প্রয়োজন না পড়লে আগামী সংসদ অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে।

গত ১২ জুলাই শেষ হয় সংসদের ২১তম অধিবেশন। ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস হয়।