বঙ্গবন্ধু জাদুঘরে মিলাদে হাসিনা-রেহানা

জাতীয় শোক দিবসে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 03:03 PM
Updated : 15 August 2018, 03:03 PM

বুধবার বিকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাড়িটিতে এই মিলাদের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট এই বাড়িতেই হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটি এখন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সেখান থেকে ফিরে বঙ্গবন্ধু জাদুঘরে মিলাদে অংশ নেন তিনি।

শেখ রেহানা ছাড়াও মিলাদে অংশ নেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার স্বামী খন্দকার মাশরুর হোসেন, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরাও এই দোয়া মাহফিলে অংশ নেন।
তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ অগাস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।