ঢাকায় খুললো পিপিডির আন্তর্জাতিক সচিবালয়

ঢাকার আগারগাঁওয়ে আন্তর্জাতিক সচিবালয়ের উদ্বোধন করল এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ২৬টি উন্নয়নশীল দেশের আন্তঃসরকার সংস্থা পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-পিপিডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 03:24 PM
Updated : 23 July 2018, 03:24 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপমন্ত্রী ওয়াং পেইয়ান সোমবার পিপিডির ছয়তলা সচিবালয়ের উদ্বোধন করেন।

মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে পিপিডির নির্বাহী কমিটির ৩১তম বৈঠক বসছে। তার আগে এই স্থায়ী সচিবালয়ের উদ্বোধন করলো সংস্থাটি।

পিপিডির গ্লোবাল সেক্রেটারিয়েটের উদ্বোধনী অনুষ্ঠানে পিপিডির নির্বাহী কমিটির আটটি সদস্য দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক এজেন্সিগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।