বছিলায় ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ, জেনেভা ক্যাম্পে গ্রেপ্তার ৫১

ঢাকার মোহাম্মদপুরের বছিলায় এক ‘মাদক বিক্রেতা’ পুলিশের কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। অন্যদিকে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫১ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকও নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 08:17 AM
Updated : 20 June 2018, 08:17 AM

বুধবার ভোর ৪টার দিকে বছিলায় ‘বন্দুকযুদ্ধে’ ফালু নামে একজন গুলিবিদ্ধ হন বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের একটি বছিলার ৪০ ফুট রাস্তা এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে মাদক বিক্রেতাদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফালু গুলিবিদ্ধ হয়।”

আহত ফালুকে পঙ্গু হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় ১৪টির মতো মামলা আছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত আটকেপড়া পাকিস্তানিদের আবাস জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার এবং ৭০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ এই অভিযান চালায়।”