মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযান

সারাদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ঢুকেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 06:26 AM
Updated : 26 May 2018, 06:50 AM

শনিবার সকাল থেকে এই ক্যাম্প ঘিরে র‌্যাবের কয়েকটি দলের অভিযানে শতাধিক ব্যক্তিকে আটকও করা হয়েছে।

আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পই জেনেভা ক্যাম্প নামে পরিচিত; সেখানে মাদকের কেনা-বেচার চলার অভিযোগ দীর্ঘদিনের।

অভিযানের মাঝে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, তার বাহিনী অবাধেই অভিযান চালাচ্ছে।

“যে তথ্য আমাদের কাছে আছে এবং আমরা চাই যে মাদক ব্যবসার সঙ্গে যারা সম্পর্কিত আছে, আমরা তা নির্মূল করতে চাই। আমরা এখানকার কমিউনিটিকে অনুরোধ করেছি, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান র‌্যাবের মুখপাত্র।

সকাল সাড়ে ১০টায় র‌্যাবের গোয়েন্দা, ডগ স্কোয়াড এবং র‌্যাব-২ এর সদস্যরা পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলে। এরপর ক্যাম্পের বিভিন্ন গলিতে শুরু হয় তল্লাশি।

অভিযান টের পেয়ে অনেকে মাদকদ্রব্য রাস্তায় ফেলে দেয় বলে জানান র‌্যাব সদস্যরা।

গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

কয়েকজন নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করতেও দেখা যায়।

সংখ্যা জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে মুফতি মাহমুদ বলেন, আটকের জিজ্ঞাসাবাদ করে যাচাইয়ের পর এই বিষয়ে তথ্য বেরিয়ে আসবে।