কার্জন হলে সাবেক শিক্ষার্থীদের ইফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ইফতার আয়োজনে মিলিত হয়েছিলেন ফজলুল হক হল ও শহীদুল্লাহ হলের সাবেক আবাসিক শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 07:40 PM
Updated : 25 May 2018, 07:40 PM

বৃষ্টিমুখর শুক্রবার বিকালে কার্জন হলের সবুজ প্রাঙ্গণে জড়ো হন ১৯৯০-২০০২ ব্যাচের প্রায় তিনশ ছাত্র। তারা বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, উদ্যোক্তাসহ নানা পেশায় সম্পৃক্ত রয়েছেন।

ইফতার উপলক্ষে এক জায়গায় এসে অতীত-বর্তমানের নানা গল্পে মেতে ওঠেন তারা। আবাসিক হল, পুকুর পাড়, কার্জন হলে আড্ডায় কেটে যায় তাদের সময়। পরে প্রাণিবিদ্যা বিভাগের হল রুমে একসঙ্গে ইফতার করেন সবাই।

আয়োজকদের অন্যতম মোহাম্মদ সামছু দ্দৌজা (নয়ন) বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে আমরা যারা কার্জন হলে (এফএইচ-এসএইচ) সোনালী সময় কাটিয়েছি তাদের সেই দিনগুলির আনন্দময় ভুবনে ডুব দেওয়ার জন্যই প্রতিবছরের এ আয়োজন। আরও বড় পরিসরে ও বিভিন্নভাবে এ ধারবাহিকতা অব্যাহত থাকবে।”

প্রিয় প্রাঙ্গণে বন্ধুদের পেয়ে আবেগাপ্লুত এমকিউ মুজাহিদ ফিরোজ নিজের ফেইসবুকে লিখেছেন, “আবার হলো মিলন মেলা। ১৮তম বার আমরা মিলিত হলাম প্রিয় হলের প্রিয় প্রাঙ্গণে। বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে সবাই। এই একটি দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা। নিজের স্ব স্ব অবস্থান ভুলে সবাই এক বাক্যে বলে উঠে আমরা আমরাই।”