১১৯তম জন্মবার্ষিকীতে জাতীয় কবিকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 11:24 AM
Updated : 25 May 2018, 11:24 AM

শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরে মাজার প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. বেগম আকতার কামাল, সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক কবি মুহম্মদ সামাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবং নজরুলের কবিতা আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকীতে অন্যান্য সংগঠনের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন সরকারের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।