জাপানে শিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রকর্ম প্রদর্শনী

ঢাকার পর এবার জাপানের ওসাকায় শুরু হয়েছে চিত্রশিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রকর্ম প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 10:43 AM
Updated : 24 May 2018, 10:43 AM
ওসাকার হলবেইন গ্যালারিতে গত ২১ মে শুরু হয়েছে ‘হিউমিলিয়েশন’ শীর্ষক এই প্রদর্শনী; চলবে ২৬ মে পর‌্যন্ত।

ক্যানভাস ও জাপানের দামি ‘ওয়াসি’ কাগজে তেল রঙ, অ্যাক্রেলিক, প্যাস্টেল আর জল রঙে আঁকা শিল্পীর ৩০টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে।

এর আগে গত ১৯ মে পর্যন্ত ঢাকার শিল্পী ইকবালের ৪৪টি ছবি নিয়ে ‘সাইলেন্ট রেভলেইশনস’ (নীরব উন্মোচন) শিরোনামে ঢাকার গুলশান ও ধানমন্ডির এজ গ্যালারিতে একক চিত্রকর্ম প্রদর্শনী চলে।

ঢাকার প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোতে শিশুদের ওপর যুদ্ধ, ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী।

ওসাকায় প্রদর্শনীর পাশাপাশি ২১ থেকে ২৩ মে চিত্র কর্মশালাও পরিচালনা করেন শিল্পী মোহাম্মদ ইকবাল।