বকেয়ার দাবিতে আন্দোলনে চিকিৎসা সেবা বন্ধ

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাপসাতালের চিকিৎসা বন্ধ করে আন্দোলনে দুর্ভোগ পোহাতে হয়েছে রোগীদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 09:18 AM
Updated : 23 May 2018, 10:54 AM

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর‌্যন্ত পুরান ঢাকার এ হাসপাতালের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় থেকে শুরু করে সব কর্মচারী কর্মবিরতি পালন করেন।

গরেটি পালমা নামে একজন নার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হাসপাতালে ৫৭৩ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী তিন থেকে পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।

তিনি বলেন, ২১ বছর ধরে এই হাসপাতালে কাজ করছেন। কিন্তু গত দেড় বছর ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না।

চতুর্থ শ্রেণির কর্মচারী খোরশেদ আলম জানান, তিনি পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।

দাঁতে প্রচণ্ড ব্যাথা নিয়ে আলেয়া নামে সত্তর বছর বয়সী এক রোগী হাসপাতালে নিচতলায় টিকেট কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু কাউন্টার বন্ধ।একজন কর্মচারী আলেয়াকে দুইটার পর আসতে বললেন।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, নিচতলায় সকল নার্স ও কর্মচারীরা মাথায় ‘বেতন চাই’ লেখা কাপড় পরে বসে আছেন।

তারা বলেন, বকেয়া বেতন না পাওয়া পর‌্য্ন্ত তারা প্রতিদিন সকাল ১০টা থেকে ২টা পর‌্যন্ত সব কাজ বন্ধ করে আন্দোলন করবেন।

টিকেট কাউন্টার থেকে জানানো হয়, প্রতিদিন প্রায় দেড়শ টিকেট বিক্রি হলেও বুধবার কোনো টিকেট বিক্রি হয়নি।

এ বিষয়ে জানতে হাসপাতালে পরিচালক এম এ সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।