খুলনায় ভোটের হার ৬২%

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটারের ৬২ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 12:48 PM
Updated : 16 May 2018, 01:22 PM

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে ভোররাতে ফল প্রকাশের সময় ভোটের হারের তথ্যও জানান এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সার্বিক ফলাফল বুধবার ইসি সচিবালয়ে পাঠিয়েছেন তিনি।

খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। ২৮৯টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে তিনটিতে ভোট স্থগিত থাকায় বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হয়। ওই তিন কেন্দ্রে ভোট রয়েছে ৫ হাজার ৮৩১টি।

রিটার্নিং  কর্মকর্তার তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোট দিয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৩৬; বাতিল হয়েছে ৬ হাজার ৫৬৫টি ভোট; বৈধ ভোট ৩ লাখ ৭১টি।

ভোটের হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মেয়র পদে পরাজিত প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। তার দাবি, ব্যালটে সিল মেরে বাক্সে ভরা হয়েছে। অনেক ভোটারকেই ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি।

সর্বশেষ ২০১৩ সালের নির্বাচনে খুলনায় প্রায় ৬৮ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছিল।  সেবার  খুলনায় মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২ হাজার ৫১৯ জন ভোট দেন। ওই ভোটে জিতেছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।

বর্তমান ইসির অধীনে গত বছর ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৬৩ দশমিক ৯২ শতাংশ এবং ২১ ডিসেম্বরের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭৪ দশমিক ৩০ শতাংশ ভোট পড়ে।

তিনটি কেন্দ্রে ভোট স্থগিতের কারণ দেখিয়ে খুলনার রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করেননি।

নির্বাচন কমিশনের উপ সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফল কমিশনের অনুমোদনের পর রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তিনি সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করবেন।”

মেয়র পদে কার কত ভোট

তালুকদার আব্দুল খালেক (নৌকা)- ১,৭৪,৮৫১ ভোট

নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ)- ১,০৯,২৫১ ভোট

মো. মুজাম্মিল হক (হাতপাখা)- ১৪,৩৬৩ ভোট

এস এস শফিকুর রহমান (লাঙ্গল)- ১,০৭২ ভোট

মিজানুর রহমান বাবু (কাস্তে)- ৫৩৪ ভোট

প্রায় ৫ লাখ ভোটারের এ নগরীতে মেয়র পদে প্রার্থী হতে ২০ হাজার টাকা জামানত দিতে হয় প্রার্থীদের।

ইসি কর্মকর্তারা জানান, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (৩৮ হাজার ৩২৯টি) ভোট না পেলে এ জামানত আর ফেরত পাবেন না সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে খুলনায় জাপা, সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পৌরসভায় ৮১ শতাংশ ভোট

মঙ্গলবার বগুড়ার তালোড়া পৌরসভায়ও নির্বাচন হয়েছে। এতে ৮০.৮০ শতাংশ ভোট পড়েছে। ১৪ হাজার ৬৫৬ ভোটারের মধ্যে ১১ হাজার ৮৪২ জন ভোট দেন বলে ইসি জানায়।

তালোড়ায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ৪৯১৭ ভোট, ধানের শীষ প্রতীকে আব্দুল জলিল খন্দকার পান ৩৬২৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জগ প্রতীকে ৩০৭৭ ভোট পেয়েছেন।