গণমানুষের নেতা হিসেবেই বঙ্গবন্ধুর আবির্ভাব: ঢাবি উপাচার্য

সমাজের শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার নিবেদন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 01:53 PM
Updated : 17 March 2018, 01:53 PM

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে একক বক্তৃতানুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মো. আখতারুজ্জামানের বলেন, “গণমানুষের নেতা হিসেবে বঙ্গবন্ধুর রাজনীতিতে আবির্ভাব ঘটে। জন্ম সম্ভ্রান্ত পরিবারে হলেও তার মানসকাঠামো গড়ে উঠেছিল সমাজের শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার নিবেদন থেকে।”

মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে একক বক্তৃতা দেন জাতীয় কবিতা পরিষদের অধ্যাপক মুহাম্মদ সামাদ।

এর আগে বাংলা একাডেমির পক্ষ থেকে সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর গল্প শোন’ শীর্ষক শিশু-কিশোর অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর গল্প শোনান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, কবি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক মেরিনা জাহান এবং শমী কায়সার।

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।