বনানী ধর্ষণ: সাফাতের গাড়িচালকের জামিন

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার বিল্লাল হোসেন জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 04:28 PM
Updated : 15 March 2018, 05:36 PM

বিল্লাল এই মামলার ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক ছিলেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম বুধবার তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পেশকার তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার আদালতের নথি পাওয়ার পর জামিন নামা দাখিল করেছেন আসামিপক্ষের আইনজীবী শেখ হেমায়েত হোসেন মোল্লা।

বিল্লালের আগে সাফাতের দেহরক্ষী রহমত আলী হাই কোর্ট থেকে জামিন পান।

জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে গত বছর ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়।

মাসখানেক পর এ ঘটনায় মামলা হওয়ার পর দেশজুড়ে আলোচনার মধ্যে সাফাত ও তার দুই বন্ধু সাদমান শাকিফ ও নাঈম আশরাফ এবং সাফাতের গাড়িচালক ও দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গত বছর ৮ জুন ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, সাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।