ক্যান্সার চিকিৎসা যেন সাধারণের সাধ্যের মধ্যে থাকে: রাষ্ট্রপতি

ক্যান্সারের চিকিৎসা ব্যয় যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে সে বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 05:01 PM
Updated : 13 March 2018, 05:01 PM

মঙ্গলবার মেডিকেল ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিন অনুপমা আজহারির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দলের সদস্যরা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেডিকেল ফিজিক্স ইন রেডিয়েশন অনকোলজি অ্যান্ড ইমেজিং (আইসিএমপিআরওআই)’ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তারা রাষ্ট্রপতিকে জানান।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, “ক্যান্সার রোগের বিস্তার বাংলাদেশে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর চিকিৎসাও ব্যয়বহুল। সাধারণ মানুষ যাতে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ে ভূমিকা রাখতে পারে সেজন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করতে হবে।”

এই চিকিৎসা যাতে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে মেডিকেল ফিজিক্স সোসাইটির প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।