ক্যান্সারে মারা গেলেন ডা. জাকারিয়া স্বপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) উপ উপাচার্য অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 08:41 AM
Updated : 14 Feb 2018, 08:41 AM

লিভার ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পর বুধবার তার মৃত্যু হয়েছে।

বিএসএমইউর আইসিইউতে থাকা অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার জানিয়েছেন।

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন ১৯৮৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেন। তার বাড়ি ময়মনসিংহে।

জাকারিয়া স্বপন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাক ছিলেন। একই সংগঠনের বিএসএমএমইউ শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

জাকারিয়া স্বপনের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।