শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ সম্মিলিত সাংস্কৃতিক জোটের

স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 03:53 PM
Updated : 14 Dec 2017, 03:53 PM

বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের চার দিনব্যাপী বিজয় উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার আয়োজন ছিল বুদ্ধিজীবী দিবস ঘিরে।

রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে আলোচনা সভায় এসেছিলেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের ছেলে শাহিন রেজা নূর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ।

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় সংগীত পরিবেশন করে-ছায়ানট, মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী।

একক সংগীত পরিবেশন করেন- তিমির নন্দী, কমলিকা চক্রবর্তী, আরিফুর রহমান তিমুল, নাহিয়ান দূরদানা সূচি। দলীয় আবৃত্তি পরিবেশন করে, চারুকণ্ঠ, কণ্ঠস্বর।

একক আবৃত্তি পরিবেশন করেন- আনোয়ার পারভেজ, মাহমুদুল হাকিম, অনিকেত রাজেশ।

দলীয় নৃত্য পরিবেশন করে- দিব্য সাংস্কৃতিক সংগঠন, পথনাটক পরিবেশন করে গতি থিয়েটার, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ।

কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায়।

এখানে দলীয় সংগীত পরিবেশন করে- বহ্নিশিখা, ভিন্নধারা। একক সংগীত পরিবেশন করেন- ফরিদা পারভীন, আকরামুল ইসলাম, আবদুল ওয়াদুদ, আবিদা রহমান সেতু, হাবিবুল আলম, আসিফ ইকবাল সৌরভ।

দলীয় আবৃত্তি পরিবেশন করে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বরব্যঞ্জন, ত্রিলোক বাচিক পাঠশালা। একক আবৃত্তি পরিবেশন করেন- সৈয়দ শহিদুল ইসলাম নাজু, মাসুম আজিজুল বাশার, সুপ্রভা সেবতী।

দলীয় নৃত্য পরিবেশন করে- শিশু সংগঠন মৈত্রী চিলড্রেন থিয়েটার ট্রুপস, সাধনা, নটরাজ, বহ্নিশিখা। পথনাটক পরিবেশন করে: নাট্যযোদ্ধা, খেয়ালী।

রবীন্দ্র সরোবরে ‘বিজয় উৎসব’ এ  দলীয় সংগীত পরিবেশন করে- নন্দন, গণছায়া। একক সংগীত পরিবেশন করেন- বিজন চন্দ্র মিস্ত্রী, সরদার রহমত উল্লাহ, নার্গিস চৌধুরী, মাহজাবিন রহমান শাওলী, সুচিত্রা, মিতা।  পথনাটক পরিবেশন করে থিয়েটার আর্ট ইউনিট।

এছাড়াও শনির আখড়ার দনিয়া ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী মঞ্চেও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।  মিরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।