ডিএসসিসির বিনামূল্যে স্বাস্থ্যসেবার সময় বাড়ল

বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবা কার্যক্রমের সময় দুই সপ্তাহ বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর আওতায় চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 10:25 AM
Updated : 12 Dec 2017, 10:25 AM

মঙ্গলবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাসেবা কার্যক্রমের সময় বাড়ানোর ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, নগরবাসী অনুরোধের প্রেক্ষিতে এ কার্যক্রম আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

“আমাদের এ কর্মসূচি ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়ে তাদের এ ঋণ শোধ করার ক্ষুদ্র প্রচেষ্টা এটি।”

মেয়র বলেন, “তাপমাত্রা উঠানামা করায় এ সময় সকলেরই কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি, কাশি, পেটব্যাথা, ডায়রিয়া ইত্যাদি। স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত নাগরিকগন কল সেন্টারে ০৯৬১১০০০৯৯৯ ফোন করে সেবা নিতে পারবেন। এসব সমস্যায় নগরবাসীর পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।”

এ কার্যক্রমের ফলে রাজধানীর অস্বচ্ছল বাসিন্দারা উপকৃত হচ্ছেন হলে বলে জানান সাঈদ খোকন।

গত ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়েছিল ডিএসসিসি।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, সে সময় ডিএসসিসির কল সেন্টারে ২৭ হাজার ৪০৬টি কল এসেছে। যার ৯ হাজার ৩৬৫টি কল দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এদের মধ্যে ৩ হাজার ৪৩৭ জন বাড়িতে বসে চিকিৎসাসেবা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। তাদের ৩ হাজার ৩১৮ জনকে এ সেবা দেওয়া হয়েছে।

৪৭ জন নাগরিক টেলিফোনের মাধ্যমে সেবা নিয়েছেন আর ১২৯ জনকে পরে ফোন করলেও পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।