সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 12:04 PM
Updated : 7 Dec 2017, 12:04 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন পায়।

সচিবালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির ভাষণ বরাবরই দুই ফর্মে তৈরি করে থাকি, মূল ভাষণ ও পড়ার জন্য সংক্ষিপ্ত ভাষণ।

২০১৮ সালের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভাষণে নয়টি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

>> দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির চিত্র

>> দেশের আর্থ সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য

>> রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিভিন্ন খাতে ‍গৃহীত কর্মসূচির রূপরেখা

>> ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন

>> দেশে ও বিদেশে কর্মসংস্থান

>> সামাজিক নিরাপত্তা বেষ্টনির কর্মসূচির প্রসার

>> যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি

>> বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য

>> প্রশাসনিক নীতি, কৌশল, উন্নয়ন দর্শন ও অগ্রযাত্রার দিকনির্দেশনা সম্পর্কে আলোচনা

মূল ভাষণে ৭২ হাজার ৩৮৬টি শব্দ সঙ্কুলান করা হয়েছে জানিয়ে শফিউল বলেন, সংক্ষিপ্ত ভাষণে রাখা হয়েছে সাত হাজার ৪৫৭টি শব্দ।

“সংশোধনী শেষে ভাষণের প্রকৃত আকার জানা যাবে। কারণ কিছু সংযোজন-বিয়োজন হবে। আগামী ৪ জানুয়ারির মধ্যে ভাষণ চূড়ান্ত করা হবে। ৩১ ডিসেম্বর পার হওয়ার পর কিছু তথ্য-উপাত্ত পরিবর্তন করা হবে।”

শফিউল জানান, ২০১৭ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক ঘণ্টায় ৫ হাজার ৮০৬ শব্দের সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। ২০১৮ সালের জন্যও ভাষণ ওই আকারে আনার চেষ্টা করা হবে।