রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 11:21 AM
Updated : 23 Nov 2017, 11:21 AM

রোববার বিকালে আবদুল হামিদ ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ওই দিন রাষ্ট্রপতি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

মিয়ানমারে নির্যাতনের মুখে গত তিন মাসে পালিয়ে আসা ৬ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে শরণার্থী শিবির পরিদর্শন করেন। বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারাও কক্সবাজার ঘুরে এসেছেন।

সোমবার কক্সবাজারে রাষ্ট্রপতি ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

ওই দিন তার ঢাকার ফেরার কথা রয়েছে।