অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান গ্রেপ্তার

সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 05:33 AM
Updated : 20 Nov 2017, 06:07 AM

সোমবার সকালে ঢাকার ধানমন্ডির ১৩ নম্বর রোডে পঙ্কজ রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবারই আদালতে হাজির করা হবে।

দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস রোববার পঙ্কজ রায়ের বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জেনের অভিযোগে এই মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, এই ব্রোকারেজ হাউজ ব্যবসায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে জমা দেওয়া হিসাব বিবরণীতে মোট ২১ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ৩০২ টাকার সম্পদের তথ্য দেন। এর মধ্যে আট কোটি ৫০ লাখ ৪১ হাজার ১০৬ টাকার সম্পদের কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।  

দুদক কর্মকর্তারা জানান, এলায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যানের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগেও মামলা রয়েছে।

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রীসহ নিকট আত্মীয়দের বেআইনিভাবে ঋণ দেওয়ায় অ্যালায়েন্স সিকিউরিটিজকে চলতি বছরের শুরুতে ৫০ লাখ টাকা জরিমানাও করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।