প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকারের চার দপ্তরের কর্মীদের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে তিনটি মন্ত্রণালয়, একটি সরকারি বিভাগ ও একটি ব্যবসায়ী গ্রুপ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 11:28 AM
Updated : 23 Oct 2017, 11:28 AM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এক দিনের বেতন তহবিলে দান করেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমান গ্রুপের পক্ষে চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তারিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. আমান হাসান তাদের অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।