সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে জাকির হোসেন  

সৈয়দ আমিনুল ইসলামকে বদলির পর শূন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদের দায়িত্ব দেওয়া হয়েছে আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 10:20 AM
Updated : 22 Oct 2017, 10:18 AM

তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার জেনারেলের কাজ করবেন বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

জাকির হোসেনও নতুন দায়িত্ব পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

ব্যাপক আলোচনার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা দীর্ঘ ছুটিতে গেলে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর গত রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়।

এই রদবদলে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করে পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রুশ ও সহকারী রেজিস্ট্রার জহিরুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দায়িত্ব জাকির হোসেনকে দেওয়ার কথা জানানো হয়।

এতে বলা হয়, “বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা মহোদয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ প্রদান করেছেন।”

এই আদেশ আগামী ২২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রোববারের রদবদলে সুপ্রিম কোর্টে দায়িত্বপালনরত মোট ১০ জনসহ বিচার বিভাগীয় কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের আরও ছয়টি শূন্য পদে নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত কর্তৃপক্ষ।