বিহারি ক্যাম্পে স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগে বহাল

ঢাকার পল্লবীর বিহারি ক্যাম্পগুলোতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থা বহাল রেখে সরকারের আপিল খারিজ করেছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 12:11 PM
Updated : 16 Oct 2017, 12:11 PM

সোমবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

একই সঙ্গে এ বিষয়ে হাই কোর্টকেই রুলের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

গত ১০ অগাস্ট বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এই রিট আবেদনের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতেও অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছিল।

এরপর ১৩ অগাস্ট পল্লবীর ক্যাম্পগুলোতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয় হাই কোর্ট।

ওই আদেশ স্থগিত চেয়ে আপিলের আবেদন করেছিল স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট ছয়টি মন্ত্রণালয়, যা আপিল বিভাগ খারিজ করে দিল।   

এ আদেশের প্রতিক্রিয়ায় উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহেবিলিটেশন এর সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, “আপাতত আমাদের ফুটপাতে কিংবা গাছতলায় দাঁড়াতে হচ্ছে না।”

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিসে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরও দুজন হাই কোর্টে রিট আবেদন করেন।