নতুন ভোটার হতে আবেদন ২৪ লাখ ৩৭ হাজার

চলতি বছর ২৪ লাখ ৩৭ হাজার জন নতুন ভোটার হতে আবেদন করেছেন।

জেষ্ঠ্য প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 11:30 AM
Updated : 10 August 2017, 02:04 PM

হালনাগাদের সময় শেষ হওয়ার পরদিন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন।

হেলালুদ্দিন বলেন, ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভোটদানে যোগ্যদের তথ্য সংগ্রহ করা হয়েছে, যারা ২০১৮ সালের ১ জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবেন।

“সারা দেশে নতুন ভোটারের জন্য ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন আবেদন করেছেন।”

 

ঠিকানা পরিবর্তনের জন্য ৬০ হাজার ৮৭৩ জন আবেদন করেছেন বলে জানান তিনি।

নির্বাচন কশিনের এই কর্মকর্তা বলেন, এবার হালনাগাদে সর্বোচ্চ সংখ্যক মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

“বিদ্যমান তালিকা থেকে বাদ পড়বে এমন ১৩ লাখ ৩৩ হাজার ২ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।”

২০১৫ সালে ১৫ বছর বয়সী ৯ লাখ ৬২ হাজার নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল, যারা আগামী ১ জানুয়ারি ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবেন।

এ বছর ৩৫ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ইসির।