নারী পুলিশের জন্য ৫৬টি ব্যারাক
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017 05:29 PM BdST Updated: 01 Jun 2017 05:29 PM BdST
নারী পুলিশ সদস্যদের জন্য সরকার ৫৬টি মহিলা ব্যারাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন,“টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ।
“আইন-শৃঙ্খলা বাহিনীর সময়যোপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সমূহের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।”
মন্ত্রী বলেন, “সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন এবং প্রক্ষিণের ব্যবস্থাসহ প্রয়োজনের নিরিখে নতুন জনবল নিয়োগের ব্যবস্থা আমরা গ্রহণ করব।”
এসময় নারী পুলিশ সদস্যদের আবাসন সমস্যা নিরসনকল্পে বিভিন্ন জেলায় ৫৬টি মাহিলা ব্যারাক নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।
বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রায় ১১ হাজার নারী পুলিশ সদস্য রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
তারা বলছে, কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য তাদের ৬৩টি ব্যারাক তৈরি করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪৫টি ব্যারাকের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে।
-
ভোটের হারে ‘অশনি সংকেত’ দেখছেন মাহবুব তালুকদার
-
জন্মতারিখ বদলের ‘অযৌক্তিক’ আবেদনে জটিলতা বাড়ে: আইনমন্ত্রী
-
৯ জেলায় নতুন ডিসি
-
৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট
-
কুয়াশায় বিমানবন্দরে সূচি গড়বড়
-
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনমন বাংলাদেশের
-
কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- শীর্ষ পাঁচ চিন্তাও করতে পারেননি মিরাজ
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড