পর্যটন খাতে ‘সুব্যবস্থাপনা’ বন্য প্রাণীর উপর হুমকি কমাবে

‘জীববৈচিত্র্য সংরক্ষণ’ ও ‘ব্লু ইকনমি’ দেশে টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে পারে বলে এক কর্মশালায় মত এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 05:22 PM
Updated : 22 May 2017, 04:34 PM

পর্যটন খাতের ‘সুব্যবস্থাপনা’ দেশের প্রধান প্রধান বন্যপ্রাণীর উপর হুমকি কমিয়ে আনতে পারে বলেও জানিয়েছেন আলোচকরা। 

রোববার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) আয়োজিত কর্মশালার বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথি পরিবেশ ও বন সচিব ইশতিয়াক আহমেদ বলেন, টেকসই পর্যটনের উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

“লক্ষ্য অর্জনে গবেষক, বিজ্ঞানী, পরিবেশবাদী ও একাডেমিশিয়ানদের আরও অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।”

‘ম্যানগ্রোভস ফর ফিউচারের’ সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বলেন, “আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পর্যটন রক্ষায় ভবিষ্যতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।”

পর্যটনের মাধ্যমে জীববৈচিত্র্য আরও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ।

“দেশের পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাণীর হরেক প্রজাতির বৈচিত্রতা, বাস্তুসংস্থান ও ভূমি প্রকৃতির ওপর নির্ভর করে।

কর্মশালায় ‘ব্লু ইকনমি এবং জীব বৈচিত্র্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নিয়াজ আহমেদ খান ও এস রাশিদুল হাসান।

বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা আগামী ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করবে বলে আইইউসিএন’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।