ভারতের মেডিকেল ভিসার শর্ত শিথিল

বাংলাদেশি নাগরিকদের ভিসাপ্রাপ্তির ভোগান্তি কমানোর প্রক্রিয়ায় এবার চিকিৎসা ভিসার নিয়ম আরও কিছুটা শিথিল করেছে ভারত সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 12:12 PM
Updated : 17 April 2017, 12:12 PM

যারা রোগ নির্ণয়ের জন্য ভারতের কোনো হাসপাতালে যেতে চান, তাদের আবেদনও এখন থেকে মেডিকেল ভিসার জন্য গ্রহণ করা হবে।

এক্ষেত্রে ‘স্বীকৃত’ কোনো ভারতীয় হাসপাতালে সাক্ষাতের জন্য সময় নির্ধারণের প্রমাণপত্র এবং সম্ভাব্য রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র ভিসার আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রে অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে সোমবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানুষে-মানুষে বন্ধন আরও জোরালো করার পদক্ষেপ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দেওয়া ঘোষণা অনুযায়ী চিকিৎসা ভিসার নিয়মাবলী শিথিল করা হয়েছে।”

বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চিকিৎসা ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজার বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন।

এ হিসাবে প্রায় ১১ লাখ বাংলাদেশি প্রতিবছর ভারত সফর করেন, যাদের অর্ধেকই যান চিকিৎসার প্রয়োজনে।

ভিসা পেতে নানা জটিলতার পরও ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকদের মধ্যে সংখ্যার বিচারে বাংলাদেশিরা আছে দ্বিতীয় অবস্থানে।  আর প্রতিবছর যত রোগী বিদেশ থেকে ভারতে আসেন, তার ২২ শতাংশ বাংলাদেশের।