নারী সাংবাদিককে ‘ধাক্কা’, কুমিল্লায় সীমার ‘সহকারী’ আটক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাল ভোটের তথ্য সংগ্রহের সময় নারী সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার এক ‘সহকারীকে’ আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 12:00 PM
Updated : 30 March 2017, 12:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণের শেষ সময়ে বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ডিবিসি টেলিভিশনের রিপোর্টার কুমুকে লাঞ্ছিত করেন সীমার সহকারী বাবু।

নিজের কর্মস্থল এই স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সীমা সকালে ভোট দিয়েছিলেন।

সাংবাদিক কুমু জানান, জাল ভোট দিতে আসা দুইজনকে কেন্দ্রের ভেতর হাতেনাতে ধরেন তারা। এরপর তাদের সঙ্গে কথা বলার সময় বাবু এই কাণ্ড ঘটায়।

তিনি বলেন, “আমরা জাল ভোট দেওয়ার সময় দু’জনকে ধরি। এরপর তাদের সঙ্গে কথা বলছিলাম। তখন সীমার পিএস বাবু এসে আমাদের বাধা দেয়। আমরা শুনতে না চাইলে কয়েকবার গায়ে ধাক্কা দেয়। পরে স্কুলের দোতলা থেকে নেমে আসতে বাধ্য হই আমরা।”

পরে পুলিশ বাবুকে আটক করে বলে জানান এই সাংবাদিক।